এত দ্বারা ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক-কর্মচারী বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির মডেল টেস্ট চলাকালীন আগামী ১৪/১০/২০১৯ খ্রিঃ( রোজ সোমবার) হতে ২১/১০/২০১৯খ্রিঃ ( রোজ সোমবার) পর্যন্ত ষষ্ঠ,সপ্তম এবং নবম শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে । আগামী ২২/১০/২০১৯ ইং রোজ শনিবার বিদ্যালয়ের কার্যক্রম যথানিয়মে চলবে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়
বিএসআরআই,ঈশ্বরদী,পাবনা ।